সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযানে ২২ (বাইশ) বোতল কোরেক্স সিরাপ সহ ০৪ জন গ্রেফতার। শেখ সাদিক হোসেনঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মিনাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৯/১১/২০২৫ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা থানাধীন নবাতকাঠী সাকীনাস্থ জনৈক শাহাজাহান আলী (৫৫), পিং- মৃত. জাফর আলী গাজী এর মুদি দোকানের সামনে গ্রাম্য রাস্তার উপর” থেকে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম রফিক (৪২), পিতা-মৃত আব্দুল আজিজ শাহ, সাং-কুলাটি নবাবকাটি, থানা+জেলা- সাতক্ষীরা। ২। মাসুদ কামাল (২৫), পিতা- মোঃ আবু সাইদ গাজী, সাং-খুটিকাঠা গড়কুমারপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি-সাং-রসুলপুর সাতক্ষীরা পৌরসভা, থানা+জেলা-সাতক্ষীরা ৩। মোঃ আবু রাদমির রাসেল (১৯), পিতা- মোঃ রমজান আলী, সাং-দক্ষিণ কামালনগর, ৪। মোঃ জিসান হোসেন (১৯), পিতা-মোঃ জাকির হোসেন, সাং-রসুলপুর মেহেদীবাগ থানা+জেলা-সাতক্ষীরার হেফাজত হইতে ২২ (বাইশ) বোতল কোরেক্স সিরাপ ও নগদ ৬,০০০/-(ছয় হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
২২ (বাইশ) বোতল কোরেক্স সিরাপ সহ ০৪ জন গ্রেফতার

Leave a Reply